Breaking News
Home > বিনোদন > সোনমের বিয়ের রিসেপশনে সালমানের গানের তালে নাচলেন শাহরুখ, ভিডিও ভাইরাল

সোনমের বিয়ের রিসেপশনে সালমানের গানের তালে নাচলেন শাহরুখ, ভিডিও ভাইরাল

সোনমের বিয়ের রিসেপশনে- বলিউড অভিনেত্রী সোনম কপূর ও আনন্দ আহুজার বিয়ের রিসেপশনে জমিয়ে মজা করলেন সালমান খান ও শাহরুখ খান। রিসেপশনে দুই খানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

সোস্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে ভিডিওটি। আসলে, অনুরাগীরা দুই খানকে এক ফ্রেমে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সোনাম ও আনন্দ আহুজার বিয়ের রিসেপশনে সেটাই ক্যামেরাবন্দী হল।

ভিডিওতে সালমানকে তাঁর নিজের সিনেমার গান আজ কি পার্টি মেরি তরফ সে.. গান গাইতে শোনা গেল। সেই গানের তালে সালমানের সঙ্গে নাচতে দেখা গেল শাহরুখ খানকে। ভিডিওতে দেখা গিয়েছে সোনামের বাবা অনিল কপূরকেও।

মেয়ের বিয়ের খুশিতে রিসেপশনে সবচেয়ে বেশি নেচেছেন অনিল কপূরই। ভিডিও থেকেই স্পষ্ট যে, ব্লেজার খুলে জমিয়ে নাচছেন অনিল।

রিসেপশনে স্ত্রী গৌরিকে সঙ্গে নিয়ে এসেছিলেন শাহরুখ। আর পার্টিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা গেল সালমানকে।

সোনামের বিয়ের পার্টিতে বলিউড তারকাদের সপরিবারে মজা করতে দেখা গিয়েছে। ছিলেন কপূর পরিবারের সদস্যরাও।

Check Also

জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি দিলেন চিত্রনায়ক রিয়াজ!

জীবিকার সন্ধানে প্রবাসে- বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। …