Breaking News
Home > সারাদেশ > এইমাত্র পাওয়া। খুলনা ৭ নাম্বার ঘাটে লঞ্চের সাথে ট্রলারের সংঘর্ষ। লাইভ ভিডিওতে দেখুন

এইমাত্র পাওয়া। খুলনা ৭ নাম্বার ঘাটে লঞ্চের সাথে ট্রলারের সংঘর্ষ। লাইভ ভিডিওতে দেখুন

এইমাত্র পাওয়া। খুলনা ৭ নাম্বার ঘাটে লঞ্চের সাথে ট্রলারের সংঘর্ষ। লাইভ ভিডিওতে দেখুনঃখুলনা বাংলাদেশের অন্যতম একটি বড় শহর। সেই ব্রিটিশ আমল থেকে খুলনা ব্যাবসা বানিজ্যের প্রান কেন্দ্র। এর অন্যতম কারন হলো নদীভিক্তর যোগাযোগ ব্যাবস্থা। খুলনায় এই নদীগুলোকে কেন্দ্র

করে গড়ে উঠেছে অনেক শিল্পকারখানা যার মধ্যে আছে অনেকগুলো পাটকল। যাইহোক খুলনা ঘাটে প্রতিনিয়ত দেশ ও বিদেশ থেকে জাহাজ ও কার্গো শিপ আসে। তবে সরকারের অব্যাবস্থাপনার কারনে মাঝে মাঝেই খুলনা ঘাটে দুর্ঘটনা ঘটে। তেমনই একটি দুর্ঘটনা ঘটে গেলো। ভিডিওতে দেখুন।

 

আরো পড়ুনঃ

এক সময়ের আলোচিত নায়িকা ময়ূরী এখন কি করেন জেনে নিন

এক সময়ের ঢাকাই ছবির বেশ আলোচিত নায়িকা ময়ূরী। তাকে এক নামে কেউ চেনে না এমন মানুষের সংখ্যা কমই হবে। এক সময়ে রূপালি পর্দায় খোলামেলা দৃশ্যের জন্য সবসময় আলোচনায় থাকতেন এই নায়িকা। তবে সেই পুরনো লাইফস্টাইলে তিনি আর নেই ঢাকাই ছবির প্রায় ৩০০শত ছবিতে

ময়ূরী অভিনয় করেন। পুরো নাম মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী এখন তিনি পরহেজগার নিয়মিত ৫ওয়াক্ত নামাজ আদায় করেন। দিনের বেশির ভাগ সময় নিজেকে ধর্মীয় কাজে নিয়োজিত রাখেন। মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী এখন খাদিজা হিসেবে পরিচিত হচ্ছেন এলাকাতে।

এই নায়িকা বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য তওবা করে সারাজীবন ইসলামের পথে থাকবেন । শুধু তাই নয়, নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি নানান রকম নফল ইবাদত এমনকি সপ্তাহের ৫ দিনই রোযা রাখছেন।

তিনি আরো বললেন, বর্তমানে আমি নতুনভাবে জীবন শুরু করে বেশ সুখী জীবন যাপন করছি। আমি আমার অতীতের ভুলভ্রান্তির জন্য অনুতপ্ত। এখন জীবনের বাকিটা পথ এভাবেই ইবাদত-বন্দেগীর মধ্য দিয়েই পার করতে চাই। ইচ্ছে আছে ২০১৯ সালে হজ করার

Check Also

এসএসসির ফলাফল প্রকাশ হলেও যে দুঃসংবাদ পেল পরীক্ষার্থীরা

এসএসসির ফলাফল প্রকাশ – এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বারের চেয়ে এবার পাসের হার কমেছে। …