Breaking News
Home > এক্সক্লুসিভ > অবিশ্বাস্য- ৫২ কেজি ওজনের কাতলা মাছ ধরার লাইভ ভিডিও দেখুন

অবিশ্বাস্য- ৫২ কেজি ওজনের কাতলা মাছ ধরার লাইভ ভিডিও দেখুন

অবিশ্বাস্য- ৫২ কেজি ওজনের কাতলা মাছ ধরার লাইভ ভিডিও দেখুনঃ মাছ ধরা অনেকরই প্রিয় শখ। এই মাছ ধরার অনেকে সিপ দিয়ে সারাদেশ ঘুরে বেড়ায়। অনেকেতো কোথাও মাছ ধরার টিকিট ছাড়বে শুনলেই সেখানে গিয়ে হাজির হন। যাইহোক এসব সৈখিন মৎস শিকারীরার শখের বসেই

মাছ শিকার করে থাকেন। কাতল মাছ বড় মাছগুলোর মধ্যে একটি। এই মাছ খুব দ্রুত বড় হয়। তবে এদের ধরা অতটা সহজ নয়।এসব মাছ ধরতেও কঠিন অধ্যবসায় আর পরিশ্রমের দরকার হয়। যা একমাত্র যারা মাছ ধরে তারাই বুঝবে। যাইহোক আজ দেখুন ৫২ কেজি কাতল মাছ ধরার লাইভ ভিডিও।

 

আরো পড়ুনঃ

বাড়ি ভাড়ার জন্য টাকা নয়, যৌন চাহিদা পূরণে

টাকা নয়, যৌন চাহিদা পূরণের বিনিময়ে তরুণদের বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব দিচ্ছেন যুক্তরাজ্যের বেশ কিছু বাড়ির মালিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের একটি গ্রুপে এমন বিজ্ঞাপন প্রচার ও সমালোচনার মুখে তা সরিয়ে নেওয়া হয়েছে। বাজফিড নিউজের অনুসন্ধানে বের

হয়ে এসেছে, তরুণদের আকর্ষণ করতে যুক্তরাজ্য এই বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে। আর এসব বিজ্ঞাপন প্রকাশ করেছে ফেইসবুক, ক্রেইগলিস্ট ও বাড়ি ভাড়ার বিজ্ঞাপন সাইট রুমবাডিজেতে। এসব সাইটে প্রকাশ করা বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘বাড়ি ভাড়ার টাকার বদলে ঘর পরিষ্কার ও যৌনসেবা দিতে হবে।’

অনেক তরুণ আবার ওইসব বিজ্ঞাপনে সাড়া দিয়ে লিখেছেন, ‘থাকার জন্য তারা যেকোনো জায়গায় যেতে রাজি।’ এ সময় বাজফিডের ওই প্রতিবেদন এমন একজন পুরুষের সাক্ষাৎকার নিয়েছেন, যিনি তার বাড়ির মালিকের দ্বারা অনেকবার ধর্ষিত হয়েছেন।

এদিকে বাড়ি ভাড়ার বিনিময়ে যৌনসেবার বিজ্ঞাপনটি যুক্তরাজ্যের যৌন অপরাধ আইন-২০০৩-এর লঙ্ঘন দেখিয়ে সরিয়ে নিয়েছে ওইসব সামাজিক যোগাযোগমাধ্যম।

Check Also

মার্কেটে ট্রায়াল দিতে গিয়ে ভাঙলেন ব্রেসলেট, দাম শুনে হারালেন জ্ঞান…

কেউ কিছু কিনতে গেলে স্বাভাবিক ভাবেই সেটা একটু নেড়ে চেড়ে দেখবেন। আর মহিলারা তো সেটা …