Breaking News
Home > এক্সক্লুসিভ > মার্কেটে ট্রায়াল দিতে গিয়ে ভাঙলেন ব্রেসলেট, দাম শুনে হারালেন জ্ঞান…

মার্কেটে ট্রায়াল দিতে গিয়ে ভাঙলেন ব্রেসলেট, দাম শুনে হারালেন জ্ঞান…

কেউ কিছু কিনতে গেলে স্বাভাবিক ভাবেই সেটা একটু নেড়ে চেড়ে দেখবেন। আর মহিলারা তো সেটা একটু বেশিই করেন। তো চীনের ইউনান প্রদেশের পর্যটন শহর রুইলিতে ঘুরতে গিয়েছেন এক চীনা নারী।

সেখানে জেড পাথরের তৈরি অলঙ্কার পাওয়া যায় এমন মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন ব্রেসলেট দেখছিলেন। এমন সময় তিনি একটি ব্রেসলেট হাতে নিয়ে পরে দেখার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবসত ব্রেসলেটটি হাত থেকে পড়ে দ্বি-খণ্ডিত হয়ে যায়।

পরে তিনি যখন দোকানদারকে ব্রেসলেটটির দাম জিজ্ঞেস করেন, সেটির দাম শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে যান তিনি।

জানা যায়, ব্রেসলেটটির দাম ছিল ৩ লাখ ইয়েন।

পরবর্তীতে ওই নারী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ব্রেসলেটটি ভেঙে ফেলার জন্য ৭০ হাজার ইয়েন দিতে রাজি হন। কিন্তু দোকানের কর্মচারীরা এতে রাজি না হলে শেষ পর্যন্ত জরিমানার অঙ্ক ১ লাখ ৮০ হাজার গিয়ে পৌঁছায়।

উল্লেখ্য, জেড পাথরের তৈরি অলঙ্কার দামি হয়ে থাকে। স্থানীয় ভাবে এই পাথরের তৈরি অলঙ্কার ভালো স্বাস্থ্য এবং দীর্ঘজীবনের প্রতিনিধিত্ব করে থাকে।

Check Also

অবিশ্বাস্য- ৫২ কেজি ওজনের কাতলা মাছ ধরার লাইভ ভিডিও দেখুন

অবিশ্বাস্য- ৫২ কেজি ওজনের কাতলা মাছ ধরার লাইভ ভিডিও দেখুনঃ মাছ ধরা অনেকরই প্রিয় শখ। …