Breaking News
Home > যৌন জীবন > মিলনের চেয়েও যে জিনিস আপনার সঙ্গী বেশি পছন্দ করে, ছেলেদের জানা জরুরী

মিলনের চেয়েও যে জিনিস আপনার সঙ্গী বেশি পছন্দ করে, ছেলেদের জানা জরুরী

প্রেম-ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌনসুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন নারীরা। কী করলে আপনার সঙ্গিনী খুশি হবেন, তারই কিছু সহজপাঠ দিলাম আমরা। ব্যক্তিবিশেষে এই চাহিদার রকমফের হলেও দেখা গিয়েছে কমবেশি এই ব্যবহারই কামনা করেন অধিকাংশ নারী।

যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন। জোর করে নয়, দুপক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া বাঞ্ছনীয়।

দ্বিতীয়ত, স্পর্শ। পোশাকি ভাষায় যাকে বলে গুড টাচ

তৃতীয়ত, গভীর আলিঙ্গন। যাতে থাকবে সারাজীবন পাশে থাকার ইঙ্গিত। এই বিষয়গুলি নারীদের কাছে যৌনতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

চতুর্থত, যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ঘুমোনোটাও অধিকাংশ নারীই পছন্দ করেন।

একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়। পাশাপাশি হাত ধরে হাঁটা, উপহার, বিশেষ মুহূর্তে “ভালোবাসি মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

Check Also

পুরুষদের জন্য দারুন সুখবর! ওষুধ না খেয়েও মিলন করুন, কিন্ত স্ত্রী গর্ভবতী হবে না -জেনে নিন কিভাবে

গর্ভনিরোধক হিসেবে ভ্যাসেকটমি-ই পুরুষদের একমাত্র ভরসা। এই গবেষণা সফল হলে পুরুষদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে। …