Breaking News
Home > এক্সক্লুসিভ > কেন কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হল তরুণীর? জানলে ভীমড়ি খাবেন আপনিও…

কেন কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হল তরুণীর? জানলে ভীমড়ি খাবেন আপনিও…

গ্রামে নাকি যত অমঙ্গল সব তারই কারণে। তাই গ্রামবাসীদের ইচ্ছায় অমঙ্গল দূর করতে এক কুকুরকে বিয়ে করলেন তরুণী। গ্রামের বিশ্বাস, এই বিয়ের পরই অমঙ্গল কেটে গিয়ে সুদিন ফিরবে তাদের।

ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ১৮ বছরের মঙ্গলি মুণ্ডা। গ্রামের বিশ্বাস মঙ্গলির কারণেই তাদের জীবনে নেমে এসেছে দুঃসময়। তাই অশুভ শক্তি দূর করতে গ্রামবাসীদের নির্দেশে রাস্তার কুকুর শেরুর সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন মঙ্গলির বাবা শ্রী আমনমুণ্ডা।

প্রথম বিয়ে ইতস্তত করলেও শেষ পর্যন্ত খুশি মনেই বিয়ে করেন মঙ্গলি। তার মনেও যে গভীর বিশ্বাস এই বিয়ের ফলে তার ভবিষ্যত্‍ মানুষ স্বামী পাবেন দীর্ঘায়ু।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Check Also

যে দেশে কুমারী ‘ধর্ষণে’ ভাড়া করা হয় পুরুষ।

যে দেশে কুমারী ‘ধর্ষণে- আফ্রিকার দক্ষিণ-পূর্বঞ্চলীয় দেশ মালাবিতে রয়েছে নানা রকমের অদ্ভূত সব প্রথা। তবে সবচে …