Breaking News
Home > সারাদেশ > ব্রেকিং নিউজ ! মায়ের দুধে মিলল সাপের বিষ, খেয়ে মারা গেল শিশু ! (ভিডিওসহ বিস্তারিত দেখুন)

ব্রেকিং নিউজ ! মায়ের দুধে মিলল সাপের বিষ, খেয়ে মারা গেল শিশু ! (ভিডিওসহ বিস্তারিত দেখুন)

মায়ের দুধ খেয়েছিল শিশুটি। আর সেই দুধ খেয়েই মারা গেল এক শিশু। চিকিৎসকদের বক্তব্য, মায়ের দুধ থেকেই বিষক্রিয়া হয়।ভারতের বর্ধমানের খণ্ডঘোষের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, এই ঘটনার কিছুদিন আগেই সাপে কামড়িয়েছিল শিশুটির বাবা ও মাকে। তাদের ঘাড়ের কাছে সাপের ছোবলের দাগও ছিল। বিছানায় তাদের কন্যা শুয়ে থাকলেও তাকে কামড়ায়নি। পরে গ্রামবাসীরা বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করে।পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে পাশেই ইন্দাস গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে ওঝার ঝাড়ফুঁক। ভোরে বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরেই তিন জন নিস্তেজ হয়ে পড়েন। তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।সাপের কামড় না খেলেও শিশুটির মৃত্যু কেন হল, তা নিয়ে প্রশ্ন ওঠে গ্রামবাসীদের মধ্যে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, মায়ের দুধ খাওয়াতেই শিশুটির শরীরে বিষক্রিয়া হয়। আর তাতেই মৃত্যু হয়েছে তার।ওঝার কাছে না নিয়ে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে তাদের হয়তো বাঁচানো যেত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

রূপচর্চা ও স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্যের জন্য আমাদের পেজ স্বাস্থ্য সেবা ।। Health Tips এ লাইক দিয়ে এক্টিভ থাকুন।

Check Also

নববর্ষের প্রথম বলিঃ এক সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরলো তিন কিশোর (ভিডিও সহ)

নববর্ষের প্রথম বলিঃ এক সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরলো তিন কিশোর (ভিডিও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *