Breaking News
Home > এক্সক্লুসিভ > কাজের মেয়ে দীপা, ২ কোটি টাকার মালিক! কীভাবে সম্ভব? দেখুন তার অবৈধ কাজের নমুনা!

কাজের মেয়ে দীপা, ২ কোটি টাকার মালিক! কীভাবে সম্ভব? দেখুন তার অবৈধ কাজের নমুনা!

মুম্বই: সামান্য বেতনে আর কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়?‌ সঙ্গে বাড়তি আয় তো চাই। আর এই বাড়তি আয়েই রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে মুম্বইয়ের ‘‌কামওয়ালি বাই’‌ দীপা। বাড়তি আয় বলতে তার সম্বল— হাত সাফাই। কলাটা, মুলোটা নয়, তার নজর থাকে শুধু টাকাপয়সা আর গয়নাগাটির দিকে।

এভাবেই বিভিন্ন বাড়ি থেকে গত তিন বছরে বেতনের বাইরে আয় ২ কোটি টাকা!‌ তার বিরুদ্ধে পুলিসের খাতায় রয়েছে প্রায় ৪০টি অভিযোগ। বহুবার ফাঁদ পেতেও তাকে ধরতে ব্যর্থ হয় পুলিস। অবশেষে রবিবার ওশিওয়াড়া থেকে ধরা পড়ে দীপা। যদিও তার আসল নাম নিয়ে ধন্দ রয়েছে। এর আগে সঙ্গীতা, গীতা, নর্মদা ইত্যাদি নানারকম নাম নিয়ে কাজে ঢুকেছিল সে।

মারাঠি অভিনেতা দীপালি সায়েদ এবং এক নামী ব্যবসায়ীর বাড়িতেও কাজ করতে করতে গিয়ে চুরি করেছে দীপা। রবিবার ওশিওয়াড়ায় একটি নতুন বাড়িতে কাজের নাম করে ঢোকে সে। তাকে দেখে ফেসবুকে দেখা একটি সতর্কতামূলক পোস্টের ছবির কথা মনে পড়ে যায় বাড়ির এক সদস্যের। তাঁর ফোন পেয়ে সেখান থেকে দীপাকে ধরে নিয়ে যায় পুলিস।

জেরার মুখে সব স্বীকার করে নেয় সে। পুলিসের খাতা ঘেঁটে দেখা যায়, ওশিওয়াড়া থানাতেই তার বিরুদ্ধে চারটি অভিযোগ। কিন্তু মোট কতগুলি বাড়িতে সে চুরি করেছে, তা আর গুনে শেষ করতে পারেনি দীপা। ‌‌

Check Also

gojob

আল্লাহর গজব কেমন হয়? দেখতে চান ? দেখুন সরাসরি (ভিডিও)

আল্লাহর গজব কেমন হয়? দেখতে চান ? দেখুন সরাসরি (ভিডিও) আল্লাহর গজব কেমন হয়? দেখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *