Breaking News
Home > জানা অজানা > শপিং মলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় মেয়েদের কাপড় পাল্টানোর ভিডিও ধারণ! এখনই সাবধান হোন!

শপিং মলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় মেয়েদের কাপড় পাল্টানোর ভিডিও ধারণ! এখনই সাবধান হোন!

শপিং মলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় মেয়েদের কাপড় পাল্টানোর ভিডিও ধারণ! এখনই সাবধান হোন!

২০১১ সালে বাংলাদেশেও এমন একটি কেলেঙ্কারি বাধিয়েছিল বিউটি পার্লার প্রতিষ্ঠান পারসোনা। সে বছরের ৩০ সেপ্টেম্বর রাতে

বনানীর ১১ নম্বর সড়কের পারসোনা বিউটি পার্লারে ‘স্পা’ করাতে যান একজন নারী চিকিৎসক।

সেখানে একটি কক্ষে তিনি পোশাক

পরিবর্তনের পর কক্ষের ভেতরে লুকিয়ে রাখা সিসিটিভি দেখতে পান

এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দেশের গণমাধ্যমগুলোতে। দেশের শপিংমলগুলোতে তখন থেকে ‘ট্রায়াল রুম আতঙ্ক’ বেশ একটা আলোচনার বিষয় হয়ে ওঠে।

বিউটি পার্লার বা শপিংমলের ট্রায়াল রুম নিয়ে এখনো সংশয়ে পড়তে হয় এদেশের নারীদেরপোশাকের মাপ নিয়ে ৩৫ বছরের বহ্নি দাশগুপ্ত নামের এক নারী দ্বিধায় পড়েন।

এসময় দোকানের কর্মী তাকে ট্রায়াল রুমে যাওয়ার পরামর্শ দিতেই রীতিমতো আঁৎকে উঠেন তিনি।

দোকানের কর্মীদের ফিতে দিয়ে মাপ সেরে নেয়ার আর্জি জানিয়ে বহ্নি বারবার বলতে থাকেন, ‘রক্ষা কর! যা সব হচ্ছে ওখানে, আমি অন্তত ট্রায়াল রুমের ছায়া মাড়াবো

না।’ মেয়ে ট্রায়াল রুমে ঢোকার আগে মা নিজেই গম্ভীর মুখে ভেতরটা জরিপ করে দেখে এলেন।বন্ধুর জন্মদিনে বেড়াতে আসা রূপা নামের এক তরুণী জানান,

নামী ব্র্যান্ডের দোকানেই যদি ক্রেতাদের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হয়, তাহলে অপেক্ষাকৃত ছোট দোকানগুলোতে ট্রায়াল রুমের নামে কী চলছে কে জানে?

ওই দোকানে শনিবার জামা কিনতে আসা ছাত্রী সঞ্চারি দে অবশ্য বললেন, ‘কারও কথাতেই আর ভরসা রাখতে পারছি না।

আমাদের মেয়েদেরই সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। 

Check Also

2232

সুইসাইড ফরেস্ট এর রহস্য – যে বনে গেলে কেউ আত্মহত্যা করা ছাড়া ফিরে না (ভিডিও সহ)

অওকিগাহারা, জাপানের ফুজি পর্বতমালার উত্তর-পশ্চিমে অবস্থিত ৩৫ বর্গ কিলোমিটারের একটি জঙ্গল। এটি সি অব ট্রিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *