‘লন্ডনে আমি ৫ সন্তানের জন্ম দিয়েছি’। লন্ডন থেকে ফেরার পর সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এবার এভাবেই মুখ খুললেন কারিনা কাপুর খান।
বেশ কয়েকদিন ধরেই বেবো বেগমের অন্ত:স্বত্তা হওয়ার খবর বি টাউনে চাঞ্চল্য ছড়ায়। কেউ বলেন, কারিনা নাকি সাড়ে ৩ মাসের অন্ত:স্বত্তা। আবার কেউ বলছেন লন্ডনে ছুটি কাটাতেই গিয়েছিলেন কারিনা। অন্তস্বত্তা হওয়ার প্রথম পর্যায়
চলছে, তা করিনা এখন বেশ সাবধানেই রয়েছেন।
শুধু তাই নয়, ইউনিসেফের একটি অনুষ্ঠানে সম্প্রতি লখনউতে হাজির হয়েছিলেন কারিনা। সেখানে একটি সুন্দর অনাকলি চুড়িদারে সেজেছিলেন বেবো। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়, কারিনা নাকি বেবি বাম্প লোকনোর জন্যই অমন শরীর ঢাকা ঘেরওয়ালা আনারকলি পরেন। সংবাদমাধ্যমগুলি একের পর এক যতই খবর প্রকাশ করুক না কেন, কারিনা কিন্তু মুখে কুলুপ এঁটেই ছিলেন। কিন্তু এবার মুখ খুললেন বেবো।
তিনি বলেন, তিনি মহিলা। তাই মা হতে চান ঠিকই। কিন্তু, এই মুহুর্তে ওই সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না। সময় মত সমস্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান। পাশাপাশি, লন্ডনে তার ৫টি সন্তান রয়েছে বলেও কটাক্ষ করেন সাইফ জায়া। লন্ডন থেকে ছুটি কাটিয়ে ফেরার পর থেকেই শুরু হয় করিনার মা হওয়া নিয়ে জল্পনা..