আইপিএল জয়ের পর গত সোমবার ঢাকা ফিরেন মুস্তাফিজুর রহমান। এর একদিন পরই বাড়ি পৌঁছান তিনি। সেদিন অর্থাৎ মঙ্গলবার রাত ১১টায় বাড়ি পৌঁছালেও সবার সঙ্গে দেখা করতে করতে বিছানায় যান রাত তিনটায়। পরের দিন ঘুম থেকে ওঠার পরপরই মা মাহমুদা
খাতুনসহ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের হাতে অনেকটা বাধ্য হয়েই মিষ্টি মুখ করতে হয়েছে তাকে।
এর পর ঘর থেকে উঠোনে বের হোন মুস্তাফিজ। কিন্তু উঠোনে গিয়ে দেখতে পান অনেক গুলো ক্যামরা তার জন্য অপেক্ষমান। আর তা দেখে রুমের দিকে ভো দৌড় মারেন মুস্তাফিজ। এরপর আর বের হতেই চাইছিলেন না! পরে স্থানীয় তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হকের অনুরোধে বের হয়ে আসেন।
বের হলেও মুখে টু শব্দটি করেননি। চোখ-মুখে রাজ্যের বিরক্তি নিয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলে গেছেন।