Breaking News
Home > এক্সক্লুসিভ > রাখে আল্লাহ মারে কে? এরপরেও বেঁচে গেলেন যাত্রীরা , দেখুন ভিডিওতে

রাখে আল্লাহ মারে কে? এরপরেও বেঁচে গেলেন যাত্রীরা , দেখুন ভিডিওতে

রাখে আল্লাহ তো মারে কে? ভারতের গুজরাট প্রদেশের পশ্চিমের একটি সেতুতে বাস উঠে পড়ায় হঠাৎ ধসে পড়ে সেতুটির অপর অংশ। এতে বাসটি সামনের দিকে ঝুলে গেলেও বেঁচে যান এর যাত্রীরা। স্থানীয়রা বলছেন, দুই ডজনেরও বেশি যাত্রী ছিলেন ওই বাসে।

সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেতুতে ওঠামাত্রই সেতুটির সামনের অংশ ভেঙে খালে পড়ে যায়। এর ফলে বাসটির সামনের অংশ খালের দিকে নিচে ঝুলতে থাকে। পেছনের অংশ ওপরে ওঠা শুরু করলেও নিরাপদে বেরিয়ে আসেন বাসটির দুই ডজনেরও বেশি ভাগ্যবান যাত্রী।

স্থানীয়রা এ ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে সেতু নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন। তারা বলছেন, ওই এলাকায় বর্ষাকালে গাড়ি চলাচল আরো কঠিন হয়ে পড়বে।
পশ্চিম গুজরাটের জুনাগাধ শহরে এ ঘটনা ঘটেছে। বাসের যাত্রী জিতুভাই শোলানকি বলেন, বাসটি আকাশের দিকে উঠলেও সৌভাগ্যক্রমে আমরা সবাই বেঁচে গিয়েছি। অপর এক যাত্রী বলেন, হঠাৎ সেতুটি ধসে যায়। তিনি বলেন, আজ, এই দুর্ঘটনা অনেক জীবন কেড়ে নিতে পারতো। বর্ষা মৌসুম প্রায় শুরু হয়েছে। কর্তৃপক্ষের উচিত সেতু মেরামত করা।
ভারতে সড়ক দুর্ঘটনা অহরহই ঘটে। কেননা দেশটির অধিকাংশ রাস্তাঘাট উন্নত নয়। এর আগে, গত মার্চে কলকাতায় ফ্লাইওভার ধসে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত অনেকেই।

ভিডিওটি এখানে ক্লিক করে দেখুন 

Check Also

২৫৬ বছর বাঁচলেন তিনি! মৃত্যুর আগে বলে গেলেন গোপন রহস্যের কথা।

২৫৬ বছর বাঁচলেন তিনি! মৃত্যুর আগে বলে গেলেন গোপন রহস্যের কথা- আপনার জানামতে, এ গ্রহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *